স্টাফ রিপোর্টার: নরসিংদীতে শহীদ ইমন স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহন করেন। লীগ পর্যায় শেষে আনাস স্মৃতি সংসদ ও ব্রাদার্স টেক্সটাইল এ দুটি দল ফাইনাল নিশ্চিত করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল বাছেদ।
ইমন স্মৃতি সংসদের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন, ইমন স্মৃতি সংসদের উপদেষ্টা, অনলাইন নিউজ পোর্টাল বিনিয়োগ বার্তার সম্পাদক ও প্রকাশক মো. শামীম আল মাসুদ।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইমন স্মৃতি সংসদের উপদেষ্টা ও দৈনিক অর্থনীতির কাগজ পত্রিকার সম্পাদক মাহাবুব আলম ভূঁইয়া, ইমন স্মৃতি সংসদের উপদেষ্টা ইঞ্জি.সামসুল হক ভূঁইয়া ও উপদেষ্টা মীর মো. রোমান মিয়া।
পুরো ক্রীড়া অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ইমন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক কামরুল আহসান ভূঁইয়া ও উপদেষ্টা মীর মো. মনির। ইমন স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত টুর্ণামেন্টের সার্বিক সহোযগিতায় ছিলেন উপদেষ্টা,
ইঞ্জি. মো. রফিকুল ইসলাম রকিব।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল খেলার প্রথমার্ধের ১৪ মিনিটের সময আনাস স্মৃতি সংসদের পক্ষে একমাত্র ও জয়সূচক গোলটি করেন ৭ নাম্বার জার্সি পরিহিত রাহুল মিয়া। বাকি খেলা দুইদলের আর কেউ কোন গোল করতে পারেনি। ফলেখেলা শেষে ১-০ গোলের ব্যবধানে ব্রাদাস টেক্সটাইলের বিরুদ্ধে আনাস স্মৃতি সংসদ জয় লাভ করে টুর্ণামেন্টে চ্যাম্পিযান হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয় দল ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নরসিংদীতে প্রথমদিন পুলিশের গুলিতে প্রাণ হারায় শহীদ ইমন।