• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

মুক্তিযোদ্ধাদের মতো রাজাকারদেরও প্রজন্ম বেড়েছে : শিল্পমন্ত্রী


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৩৩ পিএম
মুক্তিযোদ্ধাদের মতো রাজাকারদেরও প্রজন্ম বেড়েছে : শিল্পমন্ত্রী

স্টাফ রিপোর্টার: মুক্তিযোদ্ধাদের যেমন নতুন প্রজন্ম হয়েছে তেমনি ভাবে রাজাকারদের প্রজন্মও বেড়েছে। তারা কিন্তু থেমে নাই। পাকিস্তানি দোসর যারা তারা যখনি সুযোগ পাবে তখনই ছোবল মারবে। পরাজিত শক্তি আজও দেশ ছাড়েনি। ষড়যন্ত্র আজও চলছে।

আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার জন্য বিএনপি বিভিন্ন ভাবে পায়তারা করছে। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আপনারা দেখেছেন কিভাবে তারা বহির্বিশ্বের অনেক দেশকে সাথে নিয়ে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করেছে। বহির্বিশ্বের এসব দেশ মুক্তিযুদ্ধের সময়ও আমাদের বিরোধীতা করেছিলো। তাদের চেষ্টা তখনও সফল হয়নি গত নির্বাচনেও হয়নি ভবিষ্যতেও হবে না। বিএনপি আজও নানা ভাবে বলতে চায় পাকিস্তানিরা ভালো ছিলো। 

কাজেই মুক্তিযুদ্ধের শক্তিকে সাথে নিয়ে, স্বাধীনতার স্ব পক্ষের শক্তিকে সাথে নিয়ে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে। রক্তের বিনিময়ে অসাম্প্রদায়িক যে বাংলাদেশ আমরা পেয়েছি তাকে আমাদের রক্ষা করতে হবে।

মঙ্গলবার(২৬ মার্চ) দুপুরে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়া ডিজিটাল বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। পৃথিবীর যে দেশেই যাই আজ সকলে বাংলাদেশকে সম্মান করে। আমাদের দেশ সম্পর্কে তাদের ধারনা পাল্টে গেছে। বাংলাদেশকে এখন কেউ ছোট করে দেখেনা। এই অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।

জেলা প্রশাসক ড. বদিউল আলম এর সভাপতিত্বে এসময়, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি জি. এম. তালেব হোসেন, নরসিংদী জেলা শাখার সেক্টর কমান্ডার ফেরাম ৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতালিব পাঠান সহ জেলার জীবিত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের পরিবার পরিজন, জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ