
হলধর দাস: নরসিংদীতে সপ্তাহব্যাপী শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ রবিবার (৮ জানুয়ারি) সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ অলিম্পিক এসোশিয়েশন এর আয়োজনে এবং নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক বাস্তবায়নে নরসিংদী মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এ যুব গেমস সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী মোরশেদ, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু,পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম ভূইয়া প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সুস্থ্য দেহ মননে জাতিকে গড়ে তুলতেই আজকের এই আয়োজন। আমরা চাই অন্যান্য সকল ক্ষেত্রের মতো খেলাধুলায়ও বাংলাদেশ সাড়া বিশ্বে সেরা অবস্থানে থাকবে। আর আমরা চাই আপনারা যারা নরসিংদীতে ফুটবল খেলেন তারা ক্রিকেট দলের মতো সারা বাংলাদেশে অনন্য সাধারণ অবদান রাখবেন।
সমাপনী দিনে ফুটবলে তরুণ-তরুণীদের দু’টি চূড়ান্ত প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়।
প্রথম প্রতিযোগিতায় রায়পুরা উপজেলা তরুণী দল ১--০ গোলে নরসিংদী সদর উপজেলা তরুণী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
চ্যাম্পিয়ন শতদল বালিকা উচ্চ বিদ্যালয় দলের পক্ষে একমাত্র গোলটি করে ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় অনামিকা।
অপরদিকে, তরুণ দলের ফুটবল প্রতিযোগিতায় পলাশ উপজেলা তরুণ দল ২--০ গোলে নরসিংদী সদর উপজেলা তরুণ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
চ্যাম্পিয়ন দলের পক্ষে দুটি গোল করেন যথাক্রমে ১০ জার্সি পরিহিত খেলোয়াড় সিফাত এবং ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় ফুয়াদ।
গত ২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারী পর্যন্ত জেলা পর্যায়ের যুব গেমসে নরসিংদী জেলার রায়পুরা, বেলাব, মনোহরদী, শিবপুর, পলাশ ও সদর উপজেলা থেকেএথলেটিক্স(একক),দাবা(একক),কারাতে(একক),তায়কোয়ানডো(একক),ভলিবল(দলগত),ফুটবল (দলগত) সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।