নিজস্ব প্রতিনিধি: ভারতের কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় নরসিংদী জেলা কারাতে এসোসিয়েশন এর বিজয়ে সংবর্ধনা দিয়েছে এসোসিয়েশনের সদস্যরা।
নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় নরসিংদী প্রেসক্লাবের সদস্য শরীফ ইকবাল রাসেল, নরসিংদী কারাতে এসোসিয়েশনর সম্পাদক ও কারাতে প্রশিক্ষক রুপু আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ভারতে অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতায় নরসিংদীর হয়ে অংশ গ্রহন করেন প্রশিক্ষক রুপু আহমেদ, সদস্য ইছা আহমেদ, হামিম আহমেদ, নাসরিন আক্তার ও রোজা আক্তার। প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, গ্রীস ও মালয়েশিয়ার ৪শতাধিক প্রতিযোগী অংশ গ্রহন করে।
কলকাতা নিউ টাউন ফুটবল স্টেডিয়ামে বঙ্গভূমি কাপ ইন্টারন্যাশনাল কারাতে প্রতিযোগিতায় নরসিংদীর ৬ প্রতিযোগী অংশগ্রহণ করে ২টি স্বর্ন ও ৩টি ব্রোঞ্জ পদক অর্জন করে।
এদের মধ্যে ইছা আহমেদ ২টি স্বর্ন ও অন্যরা ১টি করে ব্রোঞ্জ পদক লাভ করে।