হলধর দাস: উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর প্রথম ধাপে নরসিংদী'র দুইটি উপজেলার নির্বাচনে তিনটি পদে প্রার্থীদের বৈধ প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে। বুধবার(১৭ এপ্রিল, ২০২৪) জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন জেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর রিটার্নিং অফিসার মোহাম্মদ রবিউল আলম।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওমর ফারুক এবং পলাশ উপজেলা নির্বাচন অফিসার মোঃ জীবন ইবনে মাসুম। এছাড়াও তিনটি পদে মনোনয়ন পত্র জমাদানকারী প্রার্থী ও তাদের প্রতিনিধিগণ বৈধ মনোনয়নপত্র বাছাইকালে উপস্থিত ছিলেন।
নরসিংদী সদর উপজেলা পরিষদ ও পলাশ উপজেলা পরিষদ নর্বাচনে তিনটি পদে মোট বৈধ প্রার্থী রয়েছেন ১৮ জন। সদরে ১১ জন ও পলাশে ৭ জন।
এদের মধ্যে সদরে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান বা মহিলা সদস্য পদে ৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে বিবেচিত হয়েছেন। চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থীরা হলেন(বাংলা বর্ণমালার ক্রমানুসারে)১। আব্দুল বাকির, ২। মোঃ আনোয়ার হোসেন, ৩। হালিমা হাবিজ। এপদে বাতিল হয়েছে মোঃ জলিল হোসেন এর মনোনয়নপত্র।
সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ)বৈধভাবে মনোনীত প্রার্থীরা হলেন-১। ওসমান গনি, ২। কফিল উদ্দিন ভূঁইয়া,৩। মোঃ ওয়ালিউর রহমান, ৪। মোঃ মোশাররফ হোসেন ও ৫। মোঃ শরিফ মিয়া। এ পদে বাতিল হয়েছে রেহানুল ইসলাম ভূঁইয়ার প্রার্থীতা।
সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থীরা হলেন-
১। আনজুমান বেগম, ২। মোসাঃ সাহিদা বেগম ও ৩। সোহানা আক্তার।
অপরদিকে, পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে মোট বৈধ প্রার্থী রয়েছেন ৭ জন। উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাছাইয়ে বৈধ বলে বিবেচিত হয়েছেন।
চেয়ারম্যান বৈধ মনোনীত প্রার্থীরা হলেন,
১। কাজী নজরুল ইসলাম সারোয়ার মোল্লা,২। মোঃ শরীফুল ইসলাম, ও ৩। সৈয়দ জাবেদ হোসেন।
পলাশ উপজেলার ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ)বৈধভাবে মনোনীত প্রার্থী দুজন হলেন-১। মোঃ আবদুল কাইয়ুম ও ২। সাইফুল ইসলাম গাজী।
পলাশ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থী দুজন হলেন
১। নাছিমা সুলতানা ও ২। সেলিনা আক্তার।
আইন ও বিধি মোতাবেক ত্রুটিপূর্ণ হওয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী কারিউল্লাহ সরকার এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিনা আক্তারের মনোনয়ন পত্র স্থগিত রাখা হয় বলে অফিস সূত্রে প্রকাশ।
উল্লেখ্য, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ হবে ২৩ এপ্রিল এবং আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
দুটি উপজেলার ৩টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৭ লক্ষ ১৯ হাজার ৮শ ৭৭। এর মধ্যে পুরুষ ৩ লক্ষ ৭১ হাজার ১শ ৩০ ও মহিলা ৩ লক্ষ ৪৮ হাজার ৭শ ৩৬ এবং হিজড়া ১১ ভোট। ভোট কেন্দ্রের সংখ্যা ২৩৮ এবং ভোট কক্ষের সংখ্যা ১৬৭১টি বলে অফিস সূত্রে জানা যায়।