স্টাফ রিপোর্টার: নরসিংদীতে ইয়াবাসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৪০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ।
গ্রেপ্তারকৃতরা হলো, কাউরিয়াপাড়ার সাত্তার মিয়ার ছেলে সোহেল মিয়া (৪০), ঘোষপাড়ার মৃত সিফর আলীর ছেলে কবির হোসেন (৪০) ও সাটিরপাড়া বকুলতলার কাশেম মুন্সির ছেলে শাহজাহান মিয়া (৪৫)
পুলিশ জানায়, শুক্রবার ভোরে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়ায় জেলা প্রশাসন, র্যাব ১১ ও পুলিশের সমন্বয়ে মাদক উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় কাউরিয়াপাড়ার চিহ্নিত মাদক কারবারী সোহেল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে তিন মাদক কারবারীকে আটক করা হয়। প্রেস তাদের কাছ থেকে ৩৪০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদক উদ্ধারের যৌথ অভিযানে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ, জেলা প্রশাসক কার্য্যালয়ের নির্বাহী ম্যাজিস্টেট রাজিব দাস , র্যাব ১১ নরসিংদীর সহকারী পরিচালক, সহকারী পুলিশ সুপার হাম্মাদ হোসেন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ও উপ-পরিদর্শক কামরুজ্জামান।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত মাদক কারবারী। তাদের বিরুদ্ধে মাদক সহ একাধিক মামলা রয়েছে। সোহেল মিয়ার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন আইনে ১২ টি মামলা, কবিরের বিরুদ্ধে ১১টি মামলা ও শাহজাহান এর বিরুদ্ধে ১৩টি মামলার রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।