• নরসিংদী
  • বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ;   ০৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩০ মামলার আসামি গ্রেফতার 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:০৭ পিএম
৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩০ মামলার আসামি গ্রেফতার 

হলধর দাস: নরসিংদীতে প্রতারণার মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে ৫০ কোটি টাকা আত্মসাতের ৩০ মামলার আসামি প্রতারক ব্যবসায়ী রহমত উল্লাহ ভূইয়া (৪৬) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রফতারকৃত আসামি রডসিমেন্ট ব্যবসায়ী রহমত উল্লাহ ভূইয়া (৪৬) এর বিরুদ্ধে ২০ মামলায় ওয়ারেন্টসহ ৩০ টি মামলা রয়েছে। 

সোমবার(৬ জানুয়ারি)  দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান, নরসিংদীর পুলিশ সুপার মো: আব্দুল হান্নান। এর আগে রোববার রাতে গাজিপুর জেলার পুবাইল থানার মাজুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেপ্তার হওয়া রহমত উল্লাহ ভূইয়া নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার আবুল কাশেম এর ছেলে  পেশায় একজন রড সিমেন্টের ব্যবসায়ী।
এসপি মো: আব্দুল হান্নান জানান, রহমত উল্লাহ ভূইয়া শিবপুরের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় রড সিমেন্টের ব্যবসা করতেন। এ ব্যবসার আড়ালে প্রতারণার উদ্দেশ্যে শিবপুর মডেল থানা এলাকার কমপক্ষে ৩০ জন বিভিন্ন শ্রেণিপেশার লোকজনকে ব্যবসায়ীক মুনাফার লোভ দেখিয়ে এবং বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে প্রায় ৫০  কোটি টাকা আত্মসাৎ করেন। 

তিনি ভুয়া এতিমখানা দেখিয়ে একটি বিদেশী এজেন্সির নিকট হতে প্রায় ১৫ লাখ টাকা এবং রায়পুরার চরসুবুদ্ধিস্থ ইসলামপুর মাদ্রাসার নির্মাণ কাজ ও রড সিমেন্ট দেয়ার কথা বলে ২০ লাখ টাকা আত্মসাৎ করেন। 

এছাড়াও অবসরপ্রাপ্ত বিভিন্ন সেনা সদস্যদের নিকট হতে বাড়ি নির্মাণের রড—সিমেন্ট সরবরাহ করার কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন। সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। এরপর  ২০২৩ সাল থেকে তিনি গা ঢাকা দেন। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে। এবং আরো মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এরমধ্যে তার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ২০ টি মামলার ওয়ারেন্ট রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ তথ্য—প্রযুক্তির সহায়তায় প্রায় ৪ মাসের চেষ্টায় অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 
সে মাজুখান এলাকায় রিকশাচালকের ছদ্মবেশে পলাতক ছিল। 
 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ