![website logo](https://www.jagonarsingdi24.com/webimages/logo.png)
স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় সড়ক দুর্ঘটনায় মো: ফাহিম খা (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আমিরগঞ্জ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ফাহিম খা রায়পুরা উপজেলার আমিরগঞ্জ এলাকার খা বাড়ির আওলাদ খা'র ছেলে।
স্থানীয়রা জানান, ইফতারের সময় সন্ধ্যায় ফাহিম বাবার দোকান থেকে ইফতারের জন্য মোটর বাইক নিয়ে দ্রুতগতিতে বাসায় ফিরছিলেন। এসময় এক পথচারী রাস্তা পারাপার হওয়ার সময় তাকে বাঁচাতে ব্রেক ধরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি থেকে ছিটকে পড়ে যায়। বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোরিকশার চাকার নিচে চাপা পড়ে মাথা আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
নিহতের চাচা হাকিম খা বলেন, ফাহিম এসএসসি পাশ করে পড়াশোনার পাশাপাশি বর্তমানে বাবার মিষ্টির দোকান দেখাশোনা করতো। দোকান থেকে ইফতারের জন্য বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত হন।
আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, এ ঘটনার পর পর স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। নিহতের পরিবারের সাথে কথা বলেছি তারা কোন অভিযোগ করবে না। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।