স্টাফ রিপোর্টার: শিবপুরের ঐতিহ্যবাহী তালেব হোসেন মেমোরিয়াল একাডেমীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপনের দিনে পবিত্র রমজান মাস উপলক্ষে শিক্ষার্থীদের অস্বচ্ছল অভিভাবকদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(২৬মার্চ-২০২৪) দুপুর ১২টায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ তফাজ্জল হোসেন।
একাডেমি প্রাঙ্গনে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রধান।
প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক হলধর দাস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও নরসিংদী আইডিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সজল কুমার পাল, সরকারি প্রধান শিক্ষক পারভেজ আযম, সরকারি প্রধান শিক্ষক বুলবুল ইসলাম, সহকারি শিক্ষক মোঃ রাসেল মিয়া, সহকারি শিক্ষক যথাক্রমে আয়েশা খাতুন, শাহিদা আক্তার, সাবিনা আক্তার, অভিভাবক আবুল কালাম ও মোহাম্মদ আবু তালেব।
আলোচনা শেষে ১৫০টি শিক্ষার্থী পরিবারের অস্বচ্ছল অভিভাবকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী মধ্যে ছিল পাঁচ কেজি নাজিরশাল চাল,১ কেজি পোলাও চাল, ২লিটার সোয়াবিন তেল,১ কেজি ছোলা বুট,১ কেজি চিনি, আধা কেজি সেমাই উল্লেখযোগ্য।