হলধর দাস: নরসিংদীর শিবপুরে “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (৪ মার্চ) শরীফপুর মোহাম্মদীয়া দাখিল মাদ্রসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঞা মোহন।
মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ সামসুল আলম ভূইয়া রাখিল এর সভাপতিতত্বে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন যোশর ইউপি চেয়ারম্যান রাশেল আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সবুজ পাহাড় অনার্স কলেজ গর্ভনিং বডির সভাপতি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বশিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা পরিষদ সদস্য মোঃ আমান উল্লাহ ভূইয়া, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রশান্ত কুমার চক্রবর্তী, শিবপুরের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রধান প্রমুখ।
ক্রীড়া অনুষ্ঠানে মোট ১৭টি ইভেন্টে প্রায় দুই শত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
জাগো নরসিংদী/স্টাফ রিপোর্টার