স্টাফ রিপোর্টার: নরসিংদী পলাশের ঘরে ঢুকে দেলোয়ারা বেগম (৫০) নামে এক গৃহীনিকে তার শোয়ার ঘরে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পলাশ উপজেলার চরনগরদী গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। হত্যাকান্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহত দেলোয়ারা বেগম (৫০) চরনগরদী গ্রামের মৃত মালেক দেওয়ানের স্ত্রী।
জানা যায়, নিহত দেলোয়ারা বেগমের স্বামী মারা যাওয়ার পর ৩ ছেলে ও দুই মেয়েকে নিয়ে কোন রকমে দিনাতিপাত করে আসছে। সংসারের অভাব অনটন দূর করতে তার দুই ছেলেকে বিদেশে পাঠায়। অপর ছেলে মাধবদী এলাকার একটি কাপড়ের মিলে শ্রমিকের কাজ করে। দুই মেয়েকে বিয়ে দেয়ার পর তারা শ্বশুর বাড়ী চলে গেলে দেলোয়ারা বেগম একাই এই বাড়িতে থাকতেন।
মঙ্গলবার মাগরিবের নামাজের পর তাকে তরকারী কাটতে দেখেন এলাকাবাসী। পরে সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ির শোয়ার ঘরের বিছানায় গলাকাটা অবস্থায় তার মরদেহ দেখতে পায় প্রতিবেশিরা। খবর পেয়ে নিহতের স্বজনার ছুটে আসেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ ব্যুরো অব ইরভেষ্টিগেশন (পিবিআই) ও পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে হত্যাকান্ডের তদন্ত শুরু করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে হত্যাকান্ডের তদন্ত শুরু করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই এর রহস্য উন্মোচন করতে পারবো।