হলধর দাস: স্বর্গীয় বিনোদ বিহারী সাহা'র পরকালে বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনার্থে তাঁহার আদ্যশ্রাদ্ধানুষ্ঠান ক্রিয়াদি গত ২৩ চৈত্র ১৪৩০ বাংলা (৬ এপ্রিল ২০২৪ইং) রোজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী শহরের ১১১নং মধ্যকান্দাপাড়াস্থ
(পাতিল বাড়ি রোড) স্বর্গীয় বিনোদ বিহারী সাহা'র নিজ বাড়িতে তাঁর স্ত্রী-কন্যাদের পক্ষ থেকে আহুত আদ্যশ্রাদ্ধানুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কেন্দ্রীয় নেতা জে এল ভৌমিক, স্থানীয় হিন্দু সমাজের মুরুব্বিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে বিভিন্ন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সূর্য্যকান্ত দাস, অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী অনিল ঘোষ,আশুতোষ সাহা,পরিতোষ সাহা,হরিপদ দাস, ইতি রানী পাল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও স্বর্গীয় বিনোদ বিহারী সাহা'র জামাতাগণ যথাক্রমে ইঞ্জিনিয়ার গোপী মোহন সাহা, ক্যাপ্টেন শেখর চন্দ্র সাহা, ইঞ্জিনিয়ার বিপুল চন্দ্র সাহা, ও ডাঃ সুবির সাহা শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সুধীর পন্ডিত ও তাঁর সহযোগী বিষ্ণু চক্রবর্তী এবং রিপন চক্রবর্তীর মাধ্যমে শ্রাদ্ধানুষ্ঠানে স্বর্গীয় বিনোদ বিহারী সাহা'র স্ত্রী কল্পনা রানী সাহা ও দৌহিত্র রাতুল সাহা তিল আদ্য ও ষোল দান ক্রিয়া সম্পন্ন করেন।
উল্লেখ্য, গত ৮ চৈত্র ১৪৩০ বাংলা (২২ মার্চ ২০২৪ইং) রোজ শুক্রবার, সময় ও বেলা ১.৪৫ মি. ইহজাগতিক মায়া মমতা ত্যাগ করে পরলোকে গমন করেন (ওঁ দিব্যান লোকান্ স গচ্ছতু) ।