মকবুল হোসেন : নরসিংদীর মাধবদী স্কুল সুপার মার্কেটের আহ্বায়ক কমিটির সাথে ২৪ অক্টোবর বেলা ১১ টায় সুপার মার্কেট কার্যালয়ে মার্কেটের ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাধবদী সতি প্রসন্ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী স্কুল সুপার মার্কেট উপ কমিটির আহ্বায়ক,
মাধবদী সতি প্রসন্ন ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির বিদুৎশাহী সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিব, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও মাধবদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ শেখ ফরিদ, অভিভাবক সদস্য মোঃ মোশাররফ হোসেন, শিক্ষক প্রতিনিধি তোফায়েল আহমেদ লিটন, মোঃ ইব্রাহিম মিয়া, মার্কেটের ব্যবসায়ী ও সেচ্ছাসেবকদল নেতা মোঃ নাসির উদ্দিন (ভিপি নাসির), ব্যবসায়ী ও মোঃ ইসমাইল সহ ব্যাবসায়ী গন। সভায় ব্যবসায়ীদের মধ্য থেকে মার্কেটের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা বর্তমান আহ্বায়ক কমিটির কাছে উপস্থাপন করলে আহ্বায়ক কমিটি সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। সভা শেষে ব্যবসায়ীরা নতুন আহ্বায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। উল্লেখযোগ্য যে মাধবদী সতি প্রসন্ন ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভায় বিদ্যালয়ের সভাপতি, স্থানীয় সরকার উপ পরিচালক(উপ সচিব) মৌসুমী সরকার রাখী মাধবদী সতি প্রসন্ন ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির বিদুৎশাহী সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিবকে আহ্বায়ক ও বাকি সদস্যদের সদস্য করে মাধবদী স্কুল সুপার মার্কেট পরিচালনার জন্য একটি উপ কমিটি গঠন করা হয়।