
শেখ মানিক: নরসিংদীর শিবপুর উপজেলার নন্দীরগাঁও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী নন্দীরগ্রাম পশ্চিমপাড়া রাস্তা সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
নরসিংদী জজকোর্টের অ্যাড: মোমেন শাহীর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান মোঃ ফরহাদ আলম ভূঁইয়া।
খেলার উদ্বোধন করেন শিবপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান ভূঁইয়া খোকন।
খেলায় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, সাধারণ সম্পাদক ডাক্তার আজিজুর রহমান আজিজ, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তাজুল ইসলাম জনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রিতম দাস রনি, কন্ঠ শিল্পী এসডি সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।