স্টাফ রিপোর্টার: নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন ছাত্রলীগের আহব্বায়ক মোস্তাফিজুর রহমান বাবুকে দলীয় পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী এবং আমানবিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রবিবার (২ জুন) মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি এস.এস. হাফিজুর রহমান সৈকত এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মনির স্বাক্ষরিত এক পত্রে তাকে দলীয় পদ থেকে অব্যহতি দেওয়া হয়। একই সাথে ওই পত্রে পাঁচদোনা ইউনিয়ন ছাত্রলীগ এর আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
অব্যহতি পত্রে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, মাধবদী থানা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী এবং আমানবিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচদোনা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবুকে তার স্ব-পদ থেকে অব্যহতি দেওয়া হলো এবং সেই সাথে পাঁচদোনা ইউনিয়ন ছাত্রলীগ এর আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হলো।
এর আগে পাঁচদোনা ইউনিয়ন ছাত্রলীগের আহব্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু শুক্রবার (৩১ মে) সকাল ৯ টার দিকে সদর উপজেলার চর-মাধবদী এলাকার মৃত সাইদ মিয়ার ছেলে সোহেল মিয়া (৪০) নামে এক প্রতিবন্ধী ও মৃগীরোগে আক্রান্ত ব্যক্তিকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে একটি কলা বাগানে ফেলে রেখে চলে যায়।
এসময় সেখানে উপস্থিত অনেকেই ওই ছাত্রলীগ নেতাকে প্রতিবন্ধী ছেলেটাকে না মারার জন্য অনুরোধ করলেও সে কারো কথা শুনেনি।