স্টাফ রিপোর্টার: নরসিংদীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জুন) সন্ধ্যায় শহরের চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সদস্য সচিব মনজুর এলাহীর সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সর্দার শাখাওয়াত হোসেন বকুল, এম এ জলিল, এডভোকেট আব্দুল বাসেত, অধ্যাপক বিজি রশিদ নওশের, আকবর হোসেন নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সদর থানা বিএনপির সভাপতি আবু সালে চৌধুরী, জাল বিএনপির যুগ্ম আহ্বায়ক দীন মোহাম্মদ দীপু, আমিনুল ইসলাম বাচ্চু, খবিরুল ইসলাম বাবুল ছাড়া জেলা বিএনপি'র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেন, বর্তমান সরকার দেশের মানুষের আস্থা হারিয়েছে। তাই ডামি প্রার্থীর নির্বাচন দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতাকে আকড়ে ধরে আছে। এই ডামি সরকারের বিরুদ্ধে অতিশ্রীর্ঘই একদফা আন্দোলনে রাজপথে থাকবে বিএনপি। আপনারা সেই আন্দোলনে বিএনপির সাথে থাকবেন এটাই আমরা প্রত্যাশা করি।
পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।