• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছেন যুবক 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:২৭ পিএম
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছেন যুবক 

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে দাম্পত্য কলহের জেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চট্রগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আত্মহত্যা করেছে  মো. সাইদুর রহমান রহিদ (৩৬) নামে এক যুবক।  বুধবার (১৩ নভেম্বর ) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নরসিংদী সদর উপজেলার পুরানপাড়া এলাকার ওই  যুবক ট্রেনে নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে।  ওই সময় ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে চট্রগ্রাম যাচ্ছিল । 

এঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নরসিংদী রেলওয়ে ফাড়ি ইনচার্জ এসআই মো: শহীদুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মো. সাইদুর রহমান রহিদ ঢাকা দক্ষিণ কাফরুল এলাকার মো. ইসলাম শেখের ছেলে। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে আইটি প্রোভাইডার হিসেবে চাকরি করেতেন। ৭ বছর আগে তিনি নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া সোনাতলা এলাকার  রহমান মুন্সীর মেয়ে তহুরা খাতুনকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান,  বুধবার সাইদুর ঢাকা থেকে শুশুর বাড়িতে আসেন। স্ত্রী স্থায়ীভাবে তার নিজের বাপের বাড়িতে থাকা নিয়ে  তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। এরই জের ধরে সে বুধবার রাতে বাড়ি থেকে বের হয়ে পুরানপাড়া এলাকায় ট্রেনের নিচে পড়ে আত্নহত্যা করে। পরে, বৃহস্পতিবার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায় নরসিংদী  রেলওয়ে ফাড়ির সদস্যরা।

নিহতের ভাই লুতফুর রহমান বলেন, স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে আমার ভাই আত্নহত্যা করেছে তিনি সেটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে লিখে গেছেন। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার দাবি করছি।

রেলওয়ে ইনচার্জ মো. শহীদুল্লাহ্ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরিবারের অভিযোগে ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ