হলধর দাস: নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নসহ চরাঞ্চলের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত এক মতবিনিময় সভা স্থানীয় রসুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।
বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আলী, অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, কমিউনিটি পুলিশের জেলা সভাপতি ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা আফরোজ প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান আপেল শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, এলাকার বিশিষ্ট ইমামগণ, পুরোহিত, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, এলাকার বুদ্ধিজীবী ও এলিট শ্রেণির সদস্যবৃন্দ এবং মুরব্বীগণ।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে আরো বক্তব্য রাখেন ইমাম মুফতি সেলিম, মহিলা ইউপি সদস্য সেলিনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা মো: মহসিন মিয়া, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি উপাধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, কমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা বেগম, এলাকার বিশিষ্ট মুরব্বী ও সাবেক চেয়ারম্যান শফিউল আলম মাস্টার এবং জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু।
উল্লেখ্য, এ মতবিনিময় সভার প্রধান উদ্দেশ্য ছিল নরসিংদীর চরাঞ্চলসহ গ্রামীণ জনপদের মানুষের মধ্যে শান্তি, সৌহার্দ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা।
যাতে ভবিষ্যতে চরাঞ্চলের মানুষের মাঝে কোনো গোলযোগ না হয়। সবশেষে ইউনিয়নের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিগণ অঙ্গীকার করেন যে, তারা আর কোন অপরাধ করতে দিবে না। এছাড়া, মাদক ব্যবসায়ী বা মাদক সেবনকারীদের নিকট কোন পণ্য বিক্রি করবে না বা তাদের কোন সেবা দেবে না।