স্টাফ রিপোর্টার: ‘তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের অযৌক্তিক লাইসেন্স গ্রহণের প্রস্তাবনায় উদ্বেগ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন ‘জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব)' নরসিংদী জেলা শাখা। শনিবার (৩০ জুলাই) দুপুরে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব।
নাসিবের নরসিংদী জেলা প্রেসিডেন্ট মোঃ রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পক্ষে বিপক্ষে মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক পলাশ, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো: হুমায়ূন কবীর শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মনজিল এ মিল্লাত, কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন, সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার, নাসিবের কেন্দ্রীয় সহ-সভাপতি মনিরুজ্জামান স্বপন, জেলা শাখার সহ-সভাপতি শিউলি রানী মিত্র।
প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান বলেন, ভাসমান, বেকার, অসহায় গরীব মানুষকে টেক্সের আওতায় আনা ঠিক হবে না। টেক্স হওয়া উচিৎ পাইকারী বিক্রেতাদের। খুচরা গরীব মানুষের জন্য নয়। খুচরা বিক্রেতাদের উপর কর আরোপ করলে তা হয়ে যাবে মরার উপর খাড়ার ঘা।
সংবাদ সম্মেলনে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ রুস্তম আলী বলেন, সম্প্রতি সকল ক্ষুদ্র ব্যবসায়িদের লাইসেন্স করা বাধ্যতামূলক, ধূমপান এলাকা ব্যবস্থা বিলুপ্তিকরণ, খুচরা সিগারেট শলাকা নিষিদ্ধ করণ, পাবলিক প্লেসের সংজ্ঞায় চায়ের দোকান অন্তুর্ভুক্তিকরণ, বিক্রয়স্থলে তামাকজাত পণ্য প্রদর্শন নিষিদ্ধকরণ, ফেরি করে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধকরণ এবং সার্বিকভাবে জরিমানার পরিমান মাত্রাতিরিক্ত বৃদ্ধিকরণসহ মোট ৭ টি আইনের খসড়া তৈরী করেছে সরকারের স্বাস্থ্যমন্ত্রণালয়।
যা অতিক্ষুদ্র ব্যবসায়িদের জন্য হুমকি স্বরুপ। এই খসড়া প্রণয়ন করা হলে ১৫ লক্ষ প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ি ও খুচরা বিক্রেতা বেকার হবে এবং তাদের পরিবারের সদস্যসহ প্রায় ৮০ লক্ষ নিম্ন আয়ের মানুষের দৈনিক জীবিকার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এছাড়া অবৈধ পণ্যে বাজার সয়লাব হবে এবং সরকার রাজস্ব হারাবে।
এই অবস্থায় প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়িদের বাচাতে নতুন এই আইন প্রণয়ন না করার দাবী জানান তিনি। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ছাড়াও ক্ষুদ্র ও কুটির শিল্পে সম্পৃক্ত ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।