• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

বেলাবতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২৫ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:২৭ পিএম
বেলাবতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 
প্রতিকী লোগো

স্টাফ রিপোর্টার: নরসিংদীর বেলাব উপজেলায়  এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  নিহতের নাম  কবির হোসেন (৪০)।  শনিবার (২৫ জুন) দুপুরে  স্থানীয়  নারায়ণপুর ইউনিয়নের খামারেরচর গ্রামে এই  ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন খামারেরচর গ্রামের আব্দুল হাই এর ছেলে এবং স্থানীয়  বারৈচা বাজারের এলপিজি গ্যাস সিলিন্ডারের ব্যবসায়ী ছিলেন । সে একটি হত্যা মামলার প্রধান আসামি  ছিলেন বলেও জানা যায় । ওই মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি গ্রেফতারের পর আদালত থেকে জামিন নিয়ে ছিলো । তার বিরুদ্ধে আরও একটি হত্যা ও একটি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুর ১২টা পর্যন্ত কবির হোসেন বারৈচা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। পরে স্থানীয় এক ব্যক্তি তাকে ডেকে কিছু একটা বলেন এবং তাকে নিয়ে বের হয়ে যান। 

পরে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন খামারেরচর এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় কবির হোসেনের মাথায় ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতের চিহ্ন দেখতে পান তারা। এতে তার মাথা থেঁতলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে গুলির খোসাও পাওয়া যায়।

খবর পেয়ে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে বেলাব থানা পুলিশকে জানান। পরে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, 'নিহত ব্যক্তি হত্যা মামলার আসামি ছিলেন। তাকে কে বা কারা কি কারণে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।'

ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ