স্টাফ রিপোর্টার: নরসিংদীর প্রবীণ সাংবাদিক সরকার আদম আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় পর প্রয়াত সাংবাদিক সরকার আদম আলীর আত্মার মাগফেরাত কামনা করে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি কামরুল হাসান সোহেল'র সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন রাজু, সহ-সভাপতি টুটুল শিকদার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, জাহিদুল হোসেন জাহিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খন্দকার শাহ নেওয়াজ, সিনিয়র সদস্য মকবুল হোসেন, আসাদুজ্জামান বাদল, আসাদুজ্জামান আসাদ, শফিকুল ইসলাম রিপন, বিশ্বনাথ পাল, কবির হোসেন, বশির আহমেদ মোল্লা, ওবায়দুল কবির, অজয় সাহা, তন্ময় কুমার সাহা, হৃদয় সরকার, আশরাফুল ইসলাম সবুজ, ফারজানা শেলী, মাজাহারুল ইসলাম রাসেল, মানবেন্ড রায়, মনির হোসেন ভূঁইয়া, ফারদিন হাসান দীপ্ত, ফেরদৌস হাসান প্রমুখ।
দোয়া পরিচালনা করেন নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির।
উল্লেখ্য শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিক সরকার আদম আলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।
জানা যায়, সরকার আদম আলী দীর্ঘ দিন যাবৎ ক্যান্সারে ভুগছিলেন। শুক্রবার সকালে হঠাৎ করে তাঁর অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উত্তরা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।