স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)র নরসিংদী জেলা প্রতিনিধি নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সদস্য প্রবীণ সাংবাদিক মো. আবু তাহের'র স্ত্রী এবং 'শিরোনাম প্রতিদিন' পত্রিকার সম্পাদক মো. শাহাদাৎ হোসেন রাজু'র মা জাহানারা বেগম আর নেই।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ ৪০ মিনিটে নিজ বাসায় তিনি মৃত্যূবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমা জাহানারা বেগম গত কয়েকদিন ধরে হৃদরোগ জনিত কারণে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে মহরমের বয়স হয়েছিল ৭২ বছর তিনি স্বামী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, গত কয়েকদিন আগে ভাইরাস জ্বরে আক্রান্ত হয় জাহানারা বেগম। পরে তাকে নরসিংদী ডায়াবেটিস হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। সেখানে নিয়ে যাওয়ার পর প্রায় ১০ দিন সিসিইউতে চিকিৎসাধীন থাকার পর কর্তব্যরত চিকিৎসক তাকে নিউরোসায়েন্স ও কিডনি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।
চিকিৎসকের পরামর্শে কিডনি হাসপাতালে নিয়ে গেলে তেমন কোন সমস্যা নেই বলে ছেড়ে দেয় সেখানকার চিকিৎসকরা। সেখান থেকে নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। সেখানকার চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে উনার শারিরীক অবস্থা শেষ পর্যায়ে। এ অবস্থায় উনার কোন চিকিৎসা নেই বলে জানান। তাই উনাকে বাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। ঢাকা থেকে নিয়ে আসার ৬ দিন পর তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমা জাহানারা বেগমের মৃত্যুর খবরে নরসিংদী প্রেসক্লাব, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব, নরসিংদী জেলা প্রেসক্লাব সাংবাদিক নেতৃবৃন্দসহ, নরসিংদী জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ শহরতলীর চিনিশপুরস্থ মরহুমার নিজ বাড়ীতে এসে ভীড় জমায়। এসময় সাংবাদিক সংগঠনগুলোর ও আইনজীবী সংগঠনের নেতৃবৃন্দরা শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করাসহ তাদেরকে শান্তনা জানান।
ওইদিন রাত ৮ টায় নরসিংদী শহরের জেলখানা মোড়ে জানজা শেষে মরহুমাকে গাবতলী কবরস্থানে দাফন করা হয়।