নাসিম আজাদ: নরসিংদীর পলাশে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার জিনারদী পরিষদ কমপ্লেক্স চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নরসিংদী -২ আসনের সাংসদ আলহাজ্ব ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম গাজী, সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা,পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
জিনারদী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তরুনী কান্ত দাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জিনারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মোল্লা টিটু,পলাশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু,সাধারণ সম্পাদক বি এম আওলাদ হোসেন ভূঁইয়া শেখর,সাইফুল ইসলাম গাজী ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম আরিফ প্রমুখ।