• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরার চরাঞ্চলে ১৪ শ’ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:১৮ পিএম
রায়পুরার চরাঞ্চলে ১৪ শ’ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় গরিব অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ করেছে স্থানীয় ‘তরুণ প্রবাসী সংগঠন’ নামে একটি সামজিক সংগঠন। শুক্রবার (১৩ ডিসেম্বর) উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ার চর পূর্বপাড়া ১৭৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন শ্রীনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ১৪ শ’ অসহায়  শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমএন জামানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা আবুল কাসেম। 

‘তরুন প্রবাসী সংগঠনের প্রধান উপদেষ্ঠা ও জেলা যুবদলে সহ সম্পাদক সামসুউদ্দিন আহমেদ সামুর সার্বিক ব্যবস্থাপনায় ও পরিচালনা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য জামাল আহমেদ চৌধুরী।

এবং নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এড. খন্দকার মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপি আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ফাইজুর রহমান, সদস্য জাহাঙ্গীর আলম বাদল, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মুসা মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদ হোসেন নাহিদ মোল্লা, যুগ্ম আহবায়ক মো. আকিব ভূঁইয়া ও রায়পুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম প্রমূখ। 

এ সময় তরুন প্রবাসী সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান সংগঠনের সভাপতি কুয়েত প্রবাসী আব্দুর রহমান। 

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে আবুল কাসেম বলেন, ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে  গত ৫ আগষ্ট আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যায়।  দেশ ছেড়ে পালিয়েও বসে নেই স্বেরাচারী শেখ হাসিনা। তিনি ভারতে বসেই একের পর এক  ষড়যন্ত্র করে যাচ্ছেন। এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপিসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, রায়পুরা চলাঞ্চলের মানুষ এখনও চুন থেকে পান খসলেই টেটাসহ আগ্নেয়াস্ত্রসহ যুদ্ধে লিপ্ত হয়।  যা আমরা পত্রিকার পাতা উল্টালে দেখতে পাই। নির্বাচনকে ঘিরে এ অঞ্চলের মানুষ সবসময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় টেটা যুদ্ধ। এই টেটা যুদ্ধের সংস্কৃতি থেকে এ অঞ্চল থেকে মানুষকে মুক্তি দিতে হবে অবসান ঘটাতে হবে টেটাযুদ্ধের। আর এ জন্যে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। বিএনপির প্রথম কাজই হবে চরাঞ্চলের এইসব টেটা যুদ্ধের অবসান ঘটানো।

লুয়ার চর পূর্বপাড়া ১৭৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়
‘আমরা বিএনপি পরিবার’ এর এই উপদেষ্টা  বলেন, ভেলুয়ারচর গ্রামটি চারদিকে নদীবেষ্টিত।    এ অঞ্চলে একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুললে খুব সহজে এ এলাকার মানুষ নদীপথে কর্মমুখী হতে পারবে।এতে তাদের একটা কর্মসংস্থান হবে। এখানে সিমেন্ট ফ্যাক্টরি বা পেপার মিল মতন শিল্পকারখানা গড়ে তোলায় যায়। 

এদিকে হতদরিদ্র এই শীতার্ত মানুষগুলো হাড়কাপানো এই শীতে শীত নিবারণের জন্য শীতবস্ত্র হাতে পেয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানায়।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ