• নরসিংদী
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ আহত ১০


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:২১ পিএম
রায়পুরায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ আহত ১০
প্রতিকী ছবি

হলধর দাস: নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষার দড়িগাঁও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের রক্তক্ষয়ী বন্দুক ও টেঁটাযুদ্ধে মোখলেছুর রহমান (২৫) নামে ১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে সংঘর্ষ গোপীনাথপুর এলাকায়ও ছড়িয়ে পড়ে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবৎ নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সুমেদ আলী ও শহিদ মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষের মধ্যে বেশ কিছু মামলাও বিচারাধীন রয়েছে। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে বন্দুক ও টেঁটা নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে নিলক্ষা ইউনিয়নের দড়িগাও গ্রামের আবুল হাসেম মিয়ার ছেলে মোখলেছুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। সংঘর্ষকালে পাশ্ববর্তী বাঁশগাড়ী ইউনিয়ন এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী সাবেক ইউপি সদস্য আমির হোসেন ও তার বাহিনীকে এক পক্ষ ভাড়া করে নিয়ে আসে। সংঘর্ষকালে আমির হোসেন নিজে মুখে ও শরীরের বিভিন্ন স্থানে টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

পরে তার লোকজন তাকে উদ্ধার করে বাঁশগাড়ীর দিকে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর। অন্যান্য আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, ভৈরব হাসপাতাল, নরসিংদীর বিভিন্ন হাসপাতালসহ মুমূর্ষ অবস্থায় ২ জনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ জানান, পর্যাপ্ত পুলিশসহ তিনি ঘটনাস্থলে রয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ