হলধরদাস: জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনা মোতাবেক নরসিংদী সদর এলাকায় অবস্থিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার বিকেলে অভিযানের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন রয়েছে কি না তা যাচাই করেন জেলা প্রশাসন, নরসিংদীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক।
অভিযানকালে তিনি নিবন্ধন নবায়ন না করার জন্য সিটি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার এর স্বত্তাধিকারী হরিপদ সাহাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং নরসিংদী গ্রীন লাইফ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার হৃদয় সাহাকে নিবন্ধন না থাকার জন্য ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয় মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
অভিযানকালে নরসিংদী সিভিল সার্জন অফিসে কর্মরত ডা. মো. আশরাফ হোসেন সহযোগিতা করেন এবং জেলা পুলিশের একটি টিম সাথে ছিলেন।
অনিবন্ধিত এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসন, নরসিংদীর অভিযান অব্যাহত থাকবে।