হলধর দাস: বাংলাদেশ শিক্ষক সমিতি নরসিংদী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন পরবর্তী প্রথম সভা শনিবার (১৯ অক্টোবর) নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা শাখার সহ-সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ঢাকা বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য শিক্ষক নেতা রঞ্জিত কুমার সাহা। জেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা আবুল কাশেম ও দীনেশ চন্দ্র দাস, জেলা কমিটির সহ-সভাপতি সজল চন্দ্র সরকার, মোঃ ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ শহিদুল্লাহ, মোঃ রুবাইয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেব প্রসাদ সাহা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী খান, দপ্তর সম্পাদক মোঃ আবু মুছা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হলধর দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক তপন কুমার সাহা, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক দীলিপ কুমার সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র বর্মণ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সালাহ উদ্দিন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক বিলকিস মাহমুদা, সদস্য মোঃ আজহারুল ইসলাম, মোঃ হারুনুর রশিদ শাহ ফকির, আসাদুজ্জামান সিদ্দিকী নয়ন, তপন কুমার আচার্য্য, গোলাম সারোয়ার, মোঃ খোরশেদ আলম, মোঃ বাহাউদ্দিন, ইঞ্জিনিয়ার মোঃ মোখলেছুর রহমান ভূইয়া হান্নান, মোঃ জসিম উদ্দিন, মিসেস সেলিনা বেগম, মোঃ জাকির হোসেন, মোঃ ফিরুজ মিয়া প্রমুখ।
নেতৃবৃন্দ আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য শিক্ষক সমিতির জাতীয় সম্মেলনে অংশগ্রহণ এবং এর সফলতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে একমত পোষণ করেন। এছাড়া সভায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের বিষয়ে আন্দোলনের কর্মসূচী গ্রহণের জন্য শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করার সিদ্ধান্ত গৃহিত হয়।
উল্লেখ্য, গত ৭জুন জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছিল।