• নরসিংদী
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় ১ শ' রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৪৮ পিএম
রায়পুরায় ১ শ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার: নরসিংদী রায়পুরায় ১০০ রাউন্ড কার্তুজ (গুলি) সহ মো: জুয়েল মিয়া রাসেল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মাহমুদাবাদ এলাকায় ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১০০ রাউন্ড কার্তুজসহ  তাকে  গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রায়পুরা থানায় এক সংবাদ সম্মেলন এতথ্য জানান ওসি মোহাম্মদ আদিল মাহমুদ।

গ্রেফতারকৃত জুয়েল মিয়া রায়পুরার উপজার বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি গ্রামের মৃত হাবিব মিয়া হাবি'র ছেলে।

সংবাদ সম্মেলন ওসি আদিল মাহমুদ জানান, সোমবার সন্ধা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার মাহমুদাবাদ এলাকার লিজা জর্দ্দা কোম্পানির সামনে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করেন। এসময় সিলেটের সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় জুয়েলের হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করা হলে এতে শর্টগানে ব্যবহৃত ১০০ পিচ  কার্তুজ (গুলি) ও একটি স্যামসাং মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। পরে তাকে আটক করে থানা নিয়ে আসা হয়। পরে জিজ্ঞেসাবাদে সে জানায়, কার্তুজ (গুলি) রায়পুরা উপজেলার বাঁশগাড়িতে সে দীর্ঘদিন যাবৎ সরবরাহ করে আসছে।

ওসি জানায়,  রায়পুরা উপজেলায় সকল অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে পুলিশ আরও তৎপর হয়ে সেগুলো উদ্ধারে কাজ করে যাবে। কার্তুজ উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে নিয়মিত আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ