নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার গড়বাড়ি এলাকায় সরকারি একটি মাটির রাস্তা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ রাস্তাটি হলো, গড়বাড়ি দীঘিরপাড় জামে মসজিদ হতে বাহেরখোলা-নন্দিরগাঁও সংযোগ স্থল পর্যন্ত।
জানা গেছে, এই রাস্তা দিয়ে গড়বাড়ি গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের লোকজন এবং স্থানীয় দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা চলাচল করে। কিন্তু স্থানীয় বেলায়েত হোসেন, রানা,আছমা এবং লুৎফা বেগম তাদের বাড়ির সামনের অংশের রাস্তার বেশিরভাগ কেটে ফেলে। শুধু তাই নয়, তারা রাস্তার ওপর দুটি খড়ের গাদা এবং একটি ঘর নির্মাণ করে। ফলে এ রাস্তাটি ব্যবহার করতে পারছেন না এলাকাবাসী।
এ ব্যাপারে সুষ্ঠু সমাধান চেয়ে এলাকার আকরামসহ ১৪২ জনের গণস্বাক্ষর সংবলিত একটি লিখিত আবেদন করেছেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।