হলধর দাস: মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী নোয়াদিয়া উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমব কমিশনের পরিচালক মোঃ আক্তার হোসেন এর প্রতিনিধি দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা নরসিংদী-গাজীপুর এর উপ-পরিচালক মোঃ মোজাহার আলী সরদার। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ বশিরুল ইসলাম, মনোহরদী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুর রহমান,উপজেলা শিক্ষা সুপারভাইজার মোঃ জলিল মিয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সদস্য হলধর দাস ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য বিশিষ্ট সমাজ সেবক তাঁতীলীগ নেতা মোঃ আবুল কালাম আজাদ।
মনোহরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও নোয়াদিয়া উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে সম্পন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আনিসুর রহমান মানিক।
উপজেলা প্রতিরোধ কমিটির সম্পাদক আব্দুল বাতেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমান উল্লাহ মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা প্রতিরোধ কমিটির সদস্য তাজুল ইসলাম শিকদার, সিরাজ উদ্দিন মাঝি,আয়েশা আক্তার প্রমুখ।
আলোচনা সভার আগে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল "নৈতিক শিক্ষা চর্চার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে। " বিতর্কে পক্ষের দল বিজয়ী হয়।
উভয় দলের ২ জন শিক্ষার্থীকে যৌথভাবে শ্রেষ্ঠ বক্তা নির্ধারণ করা হয়। এরা হলো -পক্ষ দলের দলনেতা বিথি আক্তার এবং বিপক্ষ দলের দলনেতা জিনিয়া আক্তার। বিজয়ী এবং বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
এছাড়া, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে বিদ্যালয়ের একটি কক্ষে সততা স্টোর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ মোজাহার আলী সরদার।