• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

মনোহরদীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠকে হামলার অভিযোগ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:২৪ পিএম
মনোহরদীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠকে হামলার অভিযোগ 
হামলায় ভাংচুরকৃত চেয়ার

নিজস্ব প্রতিনিধি: নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিলের (আনারস প্রতীক) উঠান বৈঠকে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। নৌকার প্রার্থী ও সর্মথকরা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে । সোমবার (৬ জুন) সন্ধ্যায় ৫ নং ওয়ার্ডের মুজিবুর রহমান  শেখের বাড়িতে এ ঘটনা ঘটেছে।  

হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী  জামিলসহ কয়েকজন সমর্থক আহত হয়েছেন। এসময়  ভাংচুর করা হয়েছে তিনটি মোটরসাইকেল এবং কমপক্ষে  ২৫ টি চেয়ার। এঘটনার বিচার চেয়ে নরসিংদী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান জামিল।

লিখিত অভিযোগে তিনি জানান, সোমবার সন্ধ্যার দিকে মুজিবুর শেখের বাড়ীতে পূর্ব নির্ধারিত উঠান বৈঠক চলছিল।

এসময় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রমিজ উদ্দিন, তার মেয়ে উম্মে হানি লাবনী এবং ছেলে আব্দুর রব সজিব নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বৈঠকে উপস্থিত হয়ে গালাগাল শুরু করে এবং বৈঠক বন্ধ করার হুমকী দেয়।

এসময় তাদেরকে গালাগাল না করার অনুরোধ করলে তারা লাঠিসোটা দিয়ে আমাকেসহ কয়েকজন কর্মী-সমর্থকদের বেদম মারপিট করে। তাছাড়া আমাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল এবং ২৫-৩০টি প্লাষ্টিকের চেয়ার ভেঙ্গে ফেলে। পরে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ফোন দিলে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে।

এ ব্যাপারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রমিজ উদ্দিন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।

মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দিন জানান, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিছু চেয়ার ভাঙা দেখতে পেয়েছি। এই ঘটনা সম্পর্কে লিখিত অভিযোগ পেয়েছি। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ