নিজস্ব প্রতিনিধি।। নরসিংদীর শিবপুর উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১২ মার্চ) উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ আলী মিন্টু মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো: জহিরুল হক ভূঁইয়া মোহন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি মো: আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহসীন নাজির, সাধারণ সম্পাদক মো: সামসুল আলম ভুইয়া রাখিল, সহ-সভাপতি আজিজুর রহমান খান, যুগ্ন সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজ, কেন্দ্রীয় কৃষক লীগের কার্যকরি সদস্য এড. তাহমিনা মুমু ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এড. নজরুল ইসলাম রিপন, মোমেন মিয়াসহ প্রমুখ ।