স্টাফ রিপোর্টার: নরসিংদীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বাড়ি নরসিংদী সদর উপজেলায়। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৪ জনে। নতুন করে পরীক্ষা না হওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা জানা যায়নি ।
শনিবার (১৬ জুলাই) সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৭৩ হাজার ৯৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ১৯৪ জন। এরমধ্যে ২ জন হাসপাতালে ভর্তি ও বাকীরা হোম আইসোলেশনে রয়েছে।
জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯৪ জন।