স্টাফ রিপোর্টার: বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার, কারণ দেশের জনগণ দেখেছে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর কি-রকম নির্যাতন-নিপীড়ন চালিয়েছে এই ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ছাত্রলীগ ব্যবহার করে ছাত্র- জনতার আন্দোলনকে ধাবিয়ে রাখতে চেয়েছিল শেখ হাসিনার সরকার। ছাত্রলীগ ছিলো আওয়ামীলীগের লাঠিয়াল বাহিনী। যে সংগঠন জনগণের বিরুদ্ধে হত্যা নির্যাতনের কথা বলে, সে সংগঠনের রাজনীতি করার নৈতিক অধিকার নাই। আওয়ামীলীগকেও নিষিদ্ধের দাবি উঠেছে, কিন্তু আমরা নিষিদ্ধ চাই না, আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না।
খায়রুল কবির খোকন বলেন, স্বৈরাচারী সরকারের আমলে দেশের জনগণ দীর্ঘ ১৭ বছর তাদের নিজেদের ভোট প্রয়োগ করতে পারে নাই। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি বদ্ধপরিকর। বিএনপি চায় দেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। সেই ভোটাধিকার আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বিএনপি দেশের সকল দলের অংশগ্রহনে সর্বমহলে একটি গ্রহনযোগ্য নির্বাচন। এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধির আগ্রহে বসে আছে। ফাঁকা মাঠে গোল দিতে চাই না বিএনপি। দেশের জনগণ আমাদের পক্ষে আছে, আমরা ভয় পাই না। জনগণ যাকে ভোট দেবে তারাই আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে। কিন্তু জোর করে দিনের ভোট রাতে আর হবে না।
তিনি বলেন, বিএনপি একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল। যারা সন্ত্রাসে বিশ্বাস করে না, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা মানবাধিকারে বিশ্বাস করি, মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করি, আমরা সংবিধানকে সমুন্নত রাখতে চাই। বিএনপি জনগণের দল, বিএনপি শান্তি চায়। বিএনপি একটি সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে। বিএনপি সবসময় জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার করিমপুর খেলার মাঠে করিমপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এক কর্মীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
করিমপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আসাদুজ্জামান কাজল’র সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল ইসলাম মনির’র সঞ্চালনায় কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবু সালেহ চৌধুরী, নরসিংদী সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপি’র সহ-সভাপতি কবির আহমেদ, ইলিয়াস ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা বিএনপির সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।