• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

'আ.লীগ সরকারের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না'


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ১৩ ফেরুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:১৫ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট  : ‘আওয়ামী লীগ সরকারের গঠিত সার্চ কমিটি আমাদের কাছে গ্রহণযোগ্য কোন বিষয়  নয়। শুধু সার্চ কমিটি কেন, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে  আমরা কিছু বলতে রাজিনা। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়না, হতে পারে না, এটা পরিক্ষিত সত্য। তাই এই সার্চ কমিটি সম্পর্কে আমাদের কোন আগ্রহ নেই'- বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি আজ সকালে  ঠাকুরগাঁও জেলা শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা। এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সার্চ কমিটির প্রধান যাকে করা হয়েছে তার বাবা আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন। তিনি নিজেই আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তার ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ছিলেন। সুতরাং এই সার্চ কমিটি থেকে নিরপেক্ষতা আশা করতে পারি না আমরা । 

সার্চ কমিটিতে অংশগ্রহণ না করলে মামলা করা হবে’- সরকারি দলের এ বক্তব্য সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘আইন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে রাজনৈতিক দলের ওপর কোনো বাধ্যকতা নেই । অন্য কোনো দলের সিদ্ধান্তের বিষয়ে তারা হস্তক্ষেপ করতে পারেন না। বিএনপির সিদ্ধান্তের বিষয়ে তাদের কথা বলা কতটুকু সমীচীন হবে- সেটা ভেবে দেখা উচিত। আসলে দেশ পরিচালনায় আওয়ামী লীগ সরকার ব্যর্থ হয়েছে। ' 

তিনি বলেন, ‘আসলে দেশ পরিচালনায় আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন।'

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ