• নরসিংদী
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে পৃথক তিনটি দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৪৮ পিএম
নরসিংদীতে পৃথক তিনটি দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু 

স্টাফ রিপোর্টার: নরসিংদীর পৃথক তিনটি দূর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এবং সকাল ১০ টায় নরসিংদীর রায়পুরা উপজেলার দড়িহাইরমারা ও দুপুর ১টায় সদর উপজেলার বিলাসদী ও দুপুর দেড়টার দিকে  শিবপুর উপজেলার কারারচর এলাকায় পৃথক এই তিনটি সড়ক দূর্ঘটনা ঘটে। 

নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, নরসিংদী সদর উপজেলার বিলাসদী এলাকার জয়নাল উদ্দিনের ছেলে আইন উদ্দিন (৬০), রায়পুরা উপজেলার সোহেল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২০) ও  শিবপুর উপজেলার দত্তেরগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫০)।  

প্রথম ঘটনাটি  ঘটে নরসিংদী রায়পুরা উপজেলার দড়িহাইরমারায় এলাকায়। স্থানীয়রা জানায়সকাল ১০টার দিকে  দড়িহাইরমারায় এলাকায় কৃষি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করছিল চালক আনোয়ার হোসেন। এসময় সাব্বির নামে এক যুবক পিছন থেকে ট্রাক্টরে উঠার সময় পা পিছলে পরে যায় এবং এবং ট্রাক্টরের পিছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে একজন আহত হওয়ার খবর পেয়েছি। পরে হাসপাতালে নেওয়ার পথে সে মারা গেছে। মরদেহ নরসিংদী জেলা হাসপাতালে আছে। এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দ্বিতীয়টি দুপুর সাড়ে ১২ টার দিকে নরসিংদী সদর উপজেলার বিলাসদী এলাকার আল্লাহ চত্ত্বরে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় আহত হয় জয়নাল উদ্দিন নামে এক বৃদ্ধ। পরে তাকে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

স্থানীয় ও পরিবারের লোকজনের বরাতে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক  বলেন, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে নরসিংদী সদর উপজেলার পৌর শহরের বিলাসদী এলাকার আল্লাহু চত্ত্বরে পরিবারের লোকজন নিয়ে নিজের অটোরিক্সায় করেই যাচ্ছিলেন আইন উদ্দিন । পরে যান্ত্রিক ত্রুটির কারণে সে নিচে পড়ে গেলে তার বুকের উপর দিয়ে অটো রিক্সাটির সামনের চাকা গিয়ে আহত হয় সে। আহত গুরুতর না হওয়ায় সে বাড়িতে চলে যায়। পরে বৃহস্পতিবার সকালে বুকের ব্যাথা নিয়ে হাসপাতালে গেলে সেখানে মারা যায়।

তৃতীয় ঘটনাটি দুপুর দেড়টার দিকে শিবপুর উপজেলার কারারাচর এলাকার মদিনা জুট মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলামকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে দেন। পরে ঢাকায় নেওয়ার পথে বিকেল ৪ টায় তিনি মারা যান।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, ঢাকায় নেওয়ার পথে সড়ক দূর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক মারা গিয়েছে।  ঘাতক কাভার্ডভ্যান আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। আর নিহতের স্বজনরা থানায় আসলে তাদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ