• নরসিংদী
  • মঙ্গলবার, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ; ২২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে দুর্নীতিবাজ নেতাদের কারণে কিশোর গ্যাং দমন করা যায়নি : ওসি 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৫৬ পিএম
শিবপুরে দুর্নীতিবাজ নেতাদের কারণে কিশোর গ্যাং দমন করা যায়নি : ওসি 

হলধরদাস: শিবপুরে রাজনৈতিক নেতাদের কারণে কিশোর গ্যাং পুরোপুরি দমন করা সম্ভব হয়নি বলে জানালেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন। শিবপুরে দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে প্রথমেই কিশোর গ্যাং দমন করতে হবে। কারণ শিবপুরের সর্বক্ষেত্রেই এখন কিশোর গ্যাং-এর বিস্তার ঘটেছে। গত ২৫ আগস্ট শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক সততা সংঘের শিক্ষার্থীদের সততা চর্চার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির ভাষণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কথা বলেন। তিনি বলেন, শিবপুরে কিশোর গ্যাং মারাত্মকভাবে বিস্তার লাভ করেছে। আমি বিভিন্ন সময়ে অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের অনেককে গ্রেপ্তার করে আইনে সুপর্দ করেছি। কিন্তু কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। তাদের অত্যাচার নির্যাতনে শিবপুরের অবস্থা খুবই খারাপ। জেলায় আইন শৃংখলা মিটিংয়ে শিবপুরের কিশোর গ্যাংয়ের ব্যাপারে কথা উঠে। কিশোর গ্যাংয়ের সদস্যদের ধরতে গেলেই রাজনৈতিক নেতারা বলেন, ওকে ধরা যাবেনা, তাকে ধরা যাবে না অর্থাৎ ক্ষমতাসীন নেতার নিজের লোক বাদে অন্যদেরকে ধরতে হবে। এই বাধাবিঘেœর কারণে আমি কিশোর গ্যাং সম্পূর্ণ নিধন করতে পারিনি। এখন এই বাধ্যবাধকতা নেই। এখন কিশোর গ্যাং দমন করতে না পারলে শিবপুরের সকল উন্নয়নে প্রধান বাধা হয়ে দাঁড়াবে কিশোর গ্যাং। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব। প্রধান আলোচক ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোঃ বশিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন। প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নূরউদ্দিন মোহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ খোরশেদ আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাবেক সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ