স্টাফ রিপোর্টার: নরসিংদীর মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ খান অপূর্ব ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীন সংগঠন পরিপন্থী বিভিন্ন কাজে জড়িত থাকার অভিযোগে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে আগামী ৩ দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয় কারণ দর্শানোর কথা বলা হয়েছে।
জেলা ছাত্রলীগ সূত্র জানা যায়, সাম্প্রতিক সময়ে মাধবদী থানার ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষ্যে সভাপতি মাসুদ খান অপূর্ব ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীন অর্থ-বাণিজ্যে জড়িয়ে পড়ে। আর তাদের দুইজনের অর্থ বাণিজ্যে জড়িত থাকার কথোপকোথনের ফোনালাপের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু ও সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন এর নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে সংগঠন পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগের কথা উল্লেখ করে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু'র সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বারে বেশ কয়েকবার ফোন করা হলেও তা রিসিভ না করা হলে যোগাযোগ সম্ভব হয়নি।
পরে সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন'র সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে কারণ দর্শানোর জন্য ৩ দিনের সময় দেওয়া হয়েছে।
এই সময়ের মধ্যে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণ করতে ব্যর্থ হলে মাধবদী থানা ছাত্রলীগে বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে সভাপতি মাসুদ খান অপূর্ব ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীনকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিস্কার করা হবে।