• নরসিংদী
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

আগামী ১২ নভেম্বর নরসিংদী আসছেন প্রধানমন্ত্রী 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৪৩ এএম
আগামী ১২ নভেম্বর নরসিংদী আসছেন প্রধানমন্ত্রী 

স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার উৎপাদন কেন্দ্র উদ্বোধন করতে আগামী ১২ নভেম্বর নরসিংদী আসছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরসিংদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে এক জরুরি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশ বান্ধব  “ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প”-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে আগামী ১২ নভেম্বর নরসিংদী জেলায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে  অনুষ্ঠিত জরুরি প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। সভায় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চুসহ, প্রকৌশলী গণপূর্ত, সড়ক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারি দপ্তর প্রধানগণ এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক পুলিশ বিভাগ, প্রকৌশল বিভাগ সমূ্হসহ সকল সরকারি দপ্তরের প্রধানগণকে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জরুরি নির্দেশনা প্রদান করেন। সভায় উপস্থিত সকলেই তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত হন। প্রধানমন্ত্রী সম্ভাব্য কোন উপায়ে নরসিংদী পৌঁছবেন সে ব্যাপারেও আলোচনা ও আনুষ্ঠানিকতা সম্পন্নের নির্দেশনা দেওয়া হয়।

নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পূর্বে নরসিংদী জেলায় এটি প্রধানমন্ত্রীর সর্বশেষ যাত্রা। তাই জেলার প্রত্যেক দপ্তর জোরালোভাবে কর্মযজ্ঞে নেমে পড়েছেন। একই সাথে জেলার পুলিশ সুপার জেলার আইন শৃঙ্খলা স্থিতিশীল রয়েছে এবং থাকবে বলেও মতামত দিয়েছেন।

আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের শুভ উদ্বোধন ছাড়াও ঘোড়াশালে একটি সুধী সমাবেশ ও দুপুর নাগাদ নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে একটি জনসভা করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে নরসিংদী জেলা প্রশাসন সদা তৎপর ও প্রস্তুত বলে জানিয়েছেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ