• নরসিংদী
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

বর্তমান সরকার অসম্প্রদায়িকতায় বিশ্বাসী : পররাষ্ট্র উপদেষ্টা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:৫৩ পিএম
বর্তমান সরকার অসম্প্রদায়িকতায় বিশ্বাসী : পররাষ্ট্র উপদেষ্টা

হলধর দাস: অন্তরবর্তীকালীন সরকারের পররাস্ট্র বিষয়ক উপদেষ্টা ড. এম তৌহিদ হোসেন বলেছেন,  সরকারের এই বার্তাটা আমি পৌঁছাতে এসেছি যে, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী সরকার। সারা দেশে হিন্দু ধর্মীয় সর্ববৃহৎ উৎসব  শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে ।  দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ দেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত আমাদের এ দেশ। 

তিনি শনিবার (১২ অক্টোবর) মহানবমী  ও দশমী পূজা উপলক্ষে নরসিংদী শহরের বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন। সেবাসংঘ দুর্গামন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন। 

পররাস্ট্র উপদেষ্টা  ড. এম তৌহিদ হোসেন বলেন, সারা দেশে দুর্গাপূজা সুচারুভাবে সম্পন্ন  করতে সরকার  দৃঢ় প্রতীজ্ঞ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলে সাথে সাথেই ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া আছে। রবিবার(১৩ অক্টোবর)  প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজা সম্পন্ন হবে। 
পূজা সম্পন্ন হওয়ার শেষ সময় পর্যন্ত সংশ্লিষ্ট সকলকে সজাগ দৃষ্টি রাখতে নির্দেশ দেন। আমরা চাই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সুন্দরভাবে দুর্গাপূজা সম্পন্ন হউক।   কারণ, শেষ ভাল যার সব ভাল তার। 

এসময় তাঁর সাথে ছিলেন নরসিংদী'র জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, সেনা কর্মকর্তা লে. কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নরসিংদী পৌরসভার প্রশাসক মৌসুমী সরকার রাখী, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন, সেবাসংঘ পূজা উদযাপন  কমিটির সভাপতি সরোজ কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, নরসিংদী পৌর পূজা বিসর্জন কমিটির আহ্বায়ক কাজল সাহা ও সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স প্রমুখ।
 

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ