স্টাফ রিপোর্টার: অবশেষে নরসিংদী দলিল লেখকদের কষ্টের অবসান ঘটল। দীর্ঘ ছয় মাস অপেক্ষার পর নরসিংদী সদর সাব-রেজিস্ট্রার হিসেবে যোগ দিলেন এস এম মোস্তাফিজুর রহমান। বুধবার (১৩ জুলাই) তিনি অত্র কার্যালয়ে যোগ দেন।
নরসিংদী সদর সাব-রেজিস্ট্রি অফিসে সাব-রেজিস্ট্রার হিসেবে এস এম মোস্তাফিজুর রহমান যোগদান করায় অত্র অফিসের আওতাধীন সকল দলিল লেখকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। পুরো অফিস জুড়ে যেন উৎসবের আমেজ।
সদ্য যোগদানকৃত সাব-রেজিস্ট্রার এস এম মোস্তাফিজুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি ও নরসিংদী জেলা দলিল লেখক সমিতির সভাপতি নূর আলম ভূঁইয়া, নরসিংদী সদর দলিল লেখক সমিতির , সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন, উপদেষ্টা আতাউর রহমান ভূঁইয়া,আহবায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব মামুন ভূঁইয়া, যুগ্ম আহবায়ক আবদুল্লাহ ইবনে রহিছ মিঠু, সদস্য কবির হোসেন , দেলোয়ার হোসেন এবং আনোয়ার হোসেন প্রমুখ
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল আমিন আপন, নাজমুল হক, মাহফুজ আলম, আপেল মাহমুদ, মুরাদ হোসেন ও এমডি কাজল প্রমুখ।