• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৩৯ পিএম
রায়পুরায় কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় কাভার্ডভ্যানের চাপায় দারুল কারার সিফাত (২৬) ও সোহেল ফকির (২৮) নামে দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার  মরজাল বাসস্ট্যান্ডের অদূরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দারুল কারার সিফাত সদর উপজেলার চিনিশপুর আক্তারুজ্জামানের ছেলে (২৮) এবং সোহেল ফকির একই এলাকার ইকবাল ফকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের বরাতে হাইওয়ে পুলিশ জানায়, মরজালের একটি প্রশিক্ষণ সেন্টার থেকে সোহেলকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে নরসিংদীর চিনিশপুরে ফিরছিলেন সিফাত। মরজাল বাসস্ট্যান্ডের অদূরে ভৈরব থেকে ঢাকাগামী ফ্রেশ কোম্পানির একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে সিফাত ও সোহেল মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ড এলাকায় ফ্রেশ কোম্পানির একটি কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত। পরে হাসপাতাল নেওয়া পথে তারা মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি কাভার্ডভ্যানটি জব্দ করেছে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ