• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মোহন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৫৫ পিএম
শিবপুরে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মোহন
ছবি প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার পুরাতন সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন পাহাড়িয়া নদীর উপরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৬০ মিটার দৈর্ঘ্য আরসিসি ভেরিয়েবল গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন  করেন স্থানীয় এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবপুর আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ তোফাজ্জল হোসেন, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া, উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমুখ।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ