নরসিংদী প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার(১১ জ্যৈষ্ঠ) নরসিংদী আইডিয়াল হাই স্কুল মিলনাতনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ মনজিল এ মিল্লাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক সাংবাদিক হলধর দাস, নরসিংদীর স্বনামধন্য উপস্থাপন নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য কাজী জহিরুল ইসলাম খোকন প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগণ বলেন- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন নিপিড়ীত মানবতার কবি। সারাজীবন তিনি শোষিত বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কলম ধরেছেন। লোভ-খ্যাতির মোহের কাছে তিনি কখনো মাথা নত করেননি।
এইচ এম বি ও কলকাতা বেতারে তিনি সাংবাদিকতাও করেছেন। তাঁর বিদ্রোহী কবিতা মানুষকে মুক্তিযুদ্ধে যেতে উৎসাহিত করেছে। মুক্তিযুদ্ধে নজরুলের কবিতা ও গান ব্যাপক ভূমিকা রেখেছে। ‘বিদ্রোহী’ কবিতার বিভিন্ন পঙ্ক্তি, যেমন ‘চির-উন্নত মম শির’ এই কবিতা শুনলে সবার মনে একধরনের বিদ্রোহী মনোভাব সৃষ্টি হয়, যা সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমাদের সাহস জোগায়।
আলোচনা সভার আগে শিক্ষার্থীদের নজরুল বিষয়ক প্রশ্ন নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী নৃত্য পরিবেশন করে।