হলধর দাস
আন্তর্জাতিল সেবা সংস্থা ব্র্যাক কোভিড-১৯ নিয়ন্ত্রণের লক্ষ্যে সাধারণ মানুষকে প্রদানের মাধ্যম হিসেবে যৌন হয়রানি নির্মূল নেটওয়ার্ক নরসিংদী জেলা কমিটি ও সদর উপজেলা স্কাউটমসকে দুই হাজার পাঁচশত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক প্রদান করেছেন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আজকের খোঁজ খবর সম্পাদক, তারুণ্য টিভি'র ব্যবস্থাপনা পরিচালক মনজিল এ মিল্লাত এবং ব্র্যাকের নরসিংদীস্থ প্রধান কার্যালয়ে ব্র্যাক নরসিংদী জেলা সমন্বয়ক মো: মিজানুর রহমান সংগঠন দু'টির প্রতিনিধিদের হাতে এই মাস্ক তুলে দেন।
প্রতিনিধি দলে আজকের খোঁজ খবর সম্পাদক ও বাংলাদেশ স্কাউটস নরসিংদী সদর উপজেলা শাখার সম্পাদক মনজিল এ মিল্লাত এতে নেতৃত্ব দেন।
এসময় বাংলাদেশ স্কাউটস্ এর সহকারি লিডার ট্রেইনার আকরাম সুমন, তারুণ্য টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও উন্মোচন সাহিত্য পরিষদের স্থায়ী কমিটির সভাপতি মো.মাহবুব আলম, ব্র্যাকের স্বাস্থ্য,পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচী নরসিংদীর এলাকা ব্যবস্থাপক সাদিয়া শারমিন,ব্র্যাকের দারিদ্র্য বিমোচন কর্মসূচী নরসিংদী সদরের শাখা ব্যবস্থাপক মোঃ এনামুল হক, উন্মোচন সাহিত্য পরিষদের জাতীয় সমন্বয় কমিটির সদস্য তারিফ খন্দকারসহ স্থানীয় সংগঠক, সাহিত্য সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
করোনা ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে একাত্মতা প্রকাশ করে ব্র্যাকের নরসিংদী জেলা সমন্বয়ক মোঃ মিজানুর রহমান বলেন- আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অনেক কাজ করে থাকি। আগামী দিনেও ব্র্যাকের পক্ষ থেকে এই যাত্রা অব্যাহত থাকবে।
এসময় মাস্ক গ্রহণকারী প্রতিনিধি দলের পক্ষে আজকের খোঁজ খবর সম্পাদক মনজিল এ মিল্লাত বলেন - ব্র্যাকের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই।
বরাবরই ব্র্যাক গণমানুষের জন্য কার্যকরী পদক্ষেপ নেয় বলেও দাবী করেন তিনি।
উল্লেখ্য, ব্রাক গত একসপ্তাহে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে নরসিংদী জেলায় প্রায় ৮ লাখ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করেন।