নিজস্ব প্রতিনিধি: সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়ন পরিষদ মাঠে এসব বই বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
উপজেলা সমাজসেবা কার্যালয়ে বাস্তবায়নে বয়স্ক ও প্রতিবন্ধীদের হাতে ভাতা বই তুলে দেয়ার সময় চরসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতনের সভাপতিতে আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: উজ্জ্বল মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।