শরীফ ইকবাল রাসেল:
দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন নরসিংদী চেম্বারের পরিচালক ও হাবিব ফেব্রিক্সের স্বত্তাধীকারী মো: আল আমিন রহমান। শুক্রবার বিকেলে সেখেরচরে নিজ কারখানার সামনে স্থানীয় অসহায় কয়েকশ মানুষের মাঝে ইফতার হিসেবে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
মানবতার ফেরিওয়ালা হিসেবে খ্যাত আল আমিন রহমানের সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি ইফতার বিতরণ করেন। এছাড়াও তিনি যুবনগরী সংস্থার সভাপতি হিসেবে একই নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন।
আল আমিন রহমান জানান, প্রতিটি মানুষই ক্ষনিকের জন্য পৃথিবীতে আসে। এই স্বল্প সময়ের মধ্যে মানুষের জন্য কিছু করে যাওয়ার নামই জীবন। তাই এই অল্প সময়ের মধ্যে মানুষের জন্য কিছু করার অংশ হিসেবেই চিকিৎসা সেবা, শিক্ষাসহ চিকিৎসা ও বিয়েতে সাহায্য করার চেষ্টা করি।
তিনি বলেন, আমি মনে করি প্রতিটি সমাজেই কিছু কিছু মানুষ আছেন যারা ইচ্ছে করলে সমাজে অবদান রেখে সমাজটাকে পরিবর্তন করতে পারেন। অনেকই ক্ষমতা থাকলেও করেন না এটা উচিৎ নয়। তাই আমি বলবো প্রতিটি সমাজের মানুষ দায়িত্বশীল ভূমিকা রাখলে সমাজ পরিবর্তন হতে বাধ্য। আল্লাহ যদি সুস্থ্য রাখেন তাহলে বাকি জীবনেও সমাজের জন্য কিছু করে যেতে যান তিনি।