মকবুল হোসেন : ৭ দফা দাবি সম্বলিত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি এবং জনমত গঠনে নরসিংদীর মাধবদীতে লিফলেট বিতরণ করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
৮ জানুয়ারি বুধবার দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে সারজিস আলম ও তার দল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এসময় নরসিংদী ও শিবপুরের শত শত সমন্বয়ক শিক্ষার্থী-জনতা অংশ নেয় এ কর্মসূচিতে।
সন্ধ্যায় মাধবদী এস পি ইনস্টিটিউশন মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে সারজিস আলম বলেন, জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের সরকারি খরচে চিকিৎসা, আওয়ামী খুনি ও দোসরদের বিচার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিস্কারভাবে উল্লেখসহ ৭ দফা যৌক্তিক দাবি নিয়ে জুলাই ঘোষণাপত্র দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র এ ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা করি।
দিনব্যাপী নরসিংদীর শিবপুর, ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানা মোড়, মাধবদীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।