নাসিম আজাদ: নরসিংদীর পলাশ উপজেলার দড়িহাওলা পাড়া গ্রামে একটি নির্মাণাধীন আট তলা ভবনে কাজ করতে গিয়ে বিদুৎপৃষ্ট হয়ে সোহেল হাসান (৩৫) নামে এক বৈদ্যুতিক অপারেটর শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোহেল গাইবান্ধা জেলার আঃ আজিজের ছেলে।
এলাকাবাসী জানান, নির্মাাণাধীন বিছমিল্লাহ টাওয়ারে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক সর্ট সার্কিটে সোহেল আহত হলে তাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এব্যাপারে পলাশ থানার এস আই সাইদুর রহমান জানান,খবর পেয়ে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত সোহেল হাসান বৈদ্যুতিক অপারেটর হিসেবে কাজ করতো। ময়নাতদন্তের ভিত্তিতে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।