নিজস্ব প্রতিনিধি :নরসিংদীতে স্থানীয় এনজিওদের নিয়ে লায়ন্স চক্ষু হাসপাতালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নারী, বয়স্ক ব্যক্তি, হরিজন, বেদে, তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে এমন স্থানীয় এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জুলাই) নরসিংদী শহরের বাসাইলে অবস্থিত ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ননী গোপাল দাস এর সভাপতিত্বে ইনক্লুশন অফিসার আব্দুর রহিম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মো: নুরুল ইসলাম ।আয়োজনে ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল নরসিংদী।সহযোগিতায় ও অর্থায়নে সাইটসেভার্স।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইটসেভার্স এর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর তপন কুমার।সভায় জানানো হয় ২০২২-২৩ সালে সফলতার সাথে নরসিংদী জেলায় চক্ষু বিষয়ে কাজ করেছে এই প্রকল্প। উক্ত সভায় আগামী ছয় মাসের পরিকল্পনা করা হয়। এসময় স্থানীয় এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।